সারা দেশে ত্রানের চাল চোরদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলেও ব্যতিক্রম শুধু যশোরের মণিরামপুর

0
273

স্টাফ রিপোর্টার : সারা দেশে ত্রানের চাল চোরদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলেও ব্যতিক্রম শুধু যশোরের মণিরামপুর। প্রতি মন্ত্রীর ভাগ্নে হওয়ায় ত্রানের চাল চুরি মামলার চার্জশিটভুক্ত আসামি হয়েও বহাল তবিয়তে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। বিএনপি জাময়াত দিয়ে তৈরি সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মণিরামপুরের জনগণ ও খাঁটি আওয়ামীলীগের নেতা কর্মীদের মুক্তি ও তার স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়েছেন উপজেলা চেয়ারম্যান। বুধবার প্রেসকাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সন্দীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজ্জামুল হোসাইন টিটো, মেম্বর প্রনব বিশ্বাস, কামাল হোসেন, প্রদীপ দাস, শরিফ হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে নাজমা খানম বলেন, প্রতিমন্ত্রী স্বপণ ভট্টাচার্য এমপি’র ভাগ্নে, ত্রাণের চাল চুরি মামলার চার্জশীট ভুক্ত আসামী, উপজেলার ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুর অত্যাচার, নিপীড়ন এবং সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে আজ আমার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। গত ১৩ অক্টোবর উপজেলার শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিছু গাছ বিক্রির জন্য মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকাশ্য নিলাম আহ্বান করেন। নিলামে অংশগ্রহনের জন্য আমার এলাকার প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব এবং সবুজ কর ঘটনাস্থলে উপস্থিত হলে আগে থেকে সংঘবদ্ধ হয়ে থাকা মণিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু হুংকার দিয়ে বলে এই নিলামে অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না। করলে জানে মেরে ফেলে দেব। এরপর সন্ত্রাসী পেটোয়া বাহিনী নিয়ে হাবিব এবং সবুজ এর উপর অতর্কিত হামলা করে। নিলামে অংশগ্রহণের জন্য তাদের কাছে থাকা নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাদের একটি ঘরের মধ্যে জোরপূর্বক আটকিয়ে রাখে।
তিনি বলেন, আমি এই সংবাদ শুনে আওয়ামীলীগ নেতা সন্দীপ ঘোষ ও আমার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম নয়নকে সাথে নিয়ে রাষ্ট্রের স্বার্থ, শান্তি শৃংখলা রা এবং দুই ব্যবসায়ীকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এরপর আমাদের দেখে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্রনেতা সন্দীপ ঘোষ, ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলামকে জখম করে। এঘটনায় আমি বাদী হয়ে চিহ্নিত অস্ত্রবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে মামলা হয়নি।
তিনি প্রশ্ন রেখে বলেন, উত্তম চক্রবর্তী বাচ্চু ৫৪৯ বস্তা সরকারি ত্রাণের চাল চুরি মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী। সে কিভাবে এখনো স্বপদে বহাল থেকে পুলিশের সামনে এহেন সন্ত্রাসী কার্যক্রম করে। কেন তাকে পুলিশ গ্রেফতার কনেনি। তনি এব্যাপারে সকলের জন্য আইন ও বিচার সমান হওয়ার দাবি জানান। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশতি পথে নিজেকে নিয়োজিত রাখতে জনমুখী কল্যাণকর প্রতিটি উদ্যোগে ভাইস চেয়ারম্যান বাচ্চুর বিভিন্ন বাধার সম্মুখিন হয়ে জীবন ওষ্ঠাগত। সে বারবার হত্যার হুমকি দিয়ে, শারীরীক ভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে আঘাত করে আমার জীবন মৃত্যুর সন্ধিণে উপনীত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here