চৌগাছার আলোচিত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে জেল থেকে ছাড়াতে একটি পক্ষের দৌঁড়ঝাপ

0
274
স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলার বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ইব্রাহিম (২৫) শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে তার একটি মাদকের চালান আটক করতে সক্ষম হয়। কিন্তু অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। মাদকের চালানটি আটক হলে এলাকার স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীদের অবিভাবক ও সাধারন নিরিহ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। একই সাথে মাদক ব্যবসায়ীকে দ্রুত গ্রেফতারেরও দাবী জানান স্থানীয়রা। পুলিশের তৎপরতার কারনে ওই মাদক ব্যবসায়ী ও তার সহযোগি বাধ্য হয়ে আদালতে আত্মসমর্পন করে। কিন্তু একটি মহল ওই মাদক ব্যবসায়ীকে জেল থেকে ছাড়াতে নানা মহলে দোড়ঝাপ শুরু করেছে বলে একাাধিক সূত্র জানিয়েছে।
স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ইব্রাহিম পৌর শহরেরর কুঠিপাড়ার ইউসুফ আলীর ছেলে। গত ২২ সেপ্টেম্বর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৃধাপাড়া মহিলা কলেজের সড়ক সংলগ্ন অভিযান চালায় । ওই সময় মাদক ব্যবসায়ী ও তার সহোযোগী পুলিশের অবস্থা টের পেয়ে প্রায় ৩ কেজি গাজাসহ একটি লাল রংয়ের নিবন্ধন ছাড়া মটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। ওই ঘটনায় ইব্রাহিম ও তার সহোযোগী পৌর শহরেরর কুঠিপাড়ার নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গিরের (২৪) নামে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়। মামলার থানা পুলিশ তাদের বাড়িসহ বিভিন্ন মাদক স্পটে একাধিকবার অভিযান চালালেও শেষমেষ আটক করতে পারেনি। তবে পুলিশের দফায় দফায় অভিযানের ফলে গত ৫ অক্টোবর তারা উভয়েই যশোর আদালতে আত্মসমর্পন করে।
স্থানীয়রা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ইব্রাহিমের মাদক সিন্ডিকেটের কবলে পড়ে উপজেলার শত শত ্েবকার যুবক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এলাকার উঠতি বয়সি তরুন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা মাদক সেবনে ঝুকে পড়ছে। সে স্থানীয়দের মাদকের চাহিদা পূরনের পাশাপশি বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠিয়ে আসছিল। এছাড়া তার অত্যাচারের কারনে সন্ধার পর পৌর শহরের পাকিস্তান সড়কসহ বিভিন্ন বাইপাশ সড়ক এলাকা দিয়ে সাধারন মানুষ চলাফেরা করতেও ভয় পায়।
একাধিক সূত্র জানিয়েছে, জেল হাজতে আটক মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে ছাড়াতে এলাকার একটি মহল দৌড়ঝাপ শুরু করেছে। ওই মহলটি বিভিন্ন স্থানে তৎপরতা চালাচ্ছে। স্থানীয় জানান, ফের যদি সে জেলের বাইরে আসে তাহলে পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু হবে। এলাকার পরিবেশ নষ্ট হবে। বিশেষ করে উঠতি যুবক ও শিক্ষার্থীরা মরণ নেশার ফাঁদে পড়ে জীবনকে দুর্বিষহ করে তুলবে।
এ বিষয়ে কথা হয় চৌগাছা থানার অফিসার্স ইনচার্জ রেফাত খান রাজিবের সাথে। তিনি জানান, কোন মাদক ব্যবসায়ীর ছাড় নেই। মাদক ব্যবসায়ী ইব্রাহিমের নামে থানায় মাদক ও সন্ত্রাসী আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। বর্তমানে সে তার সহোযোগী জাহাঙ্গির যশোর জেল হাজতে আছে। তারা আটক থাকার কারনে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here