দূর্বাডাঙ্গা ইউনিয়নে সিগমা এগ্রোভেট লিমিটেড এর উদ্যোগে চাষী সমাবেশ অনুষ্ঠিত

0
319

এইচ এম বাবুল আক্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি। যশোর মনিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের কে ১৩ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সিগমা এগ্রোভেট কোম্পানি লিমিটেড এর প থেকে চাষী সমাবেশ অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে কুশারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এবং সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় মোঃ শামীম আক্তার, প্রোপ্রাইটর মেসার্স শামীম এন্টারপ্রাইজ, কোনাকোলা বাজার, মনিরামপুর, যশোর। মোবাইল নং ০১৯১৬৫০৩৬৭৬ । প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মোঃ ফার“ক হোসেন রিজিয়নাল ম্যানেজার সিগমা এগ্রোভেট কোম্পানি লিমিটেড, বিশেষ অতিথি ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান উপ সহকারী কৃষি অফিসার, বাবু কমল কান্তি সরকার, সচিব ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদ। আরো উপ¯ি’ত ছিলেন কামর“ল ইসলাম ম্যানেজার সিগমা এগ্রোভেট কোম্পানি লিমিটেড, উপ¯ি’ত ছিলেন ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের ১০ গ্রামের ১৫০ জন গ্রাম থেকে আশা কৃষি চাষী বন্ধুরা সহ আরও অনেকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here