নড়াইলের পল্লীতে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ডাদেশ

0
315
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ    মাদক সেবনের দায়ে নড়াইলের কালিয়ায় তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা এ কারাদন্ডাদেশ প্রদান করেছেন। দন্ড প্রাপ্তদের নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাতে উপজেলার নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে দেবদুন আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা বশার শিকদারের ছেলে সবুজ শিকদার (৩০), চর মধুপুর গ্রামের লিটু মোল্যার ছেলে হামিম মোল্যা (২৭) ও লিয়াকত আলী মোল্যার ছেলে মামুন মোল্যাকে (৪৮) মাদক আটক করে মঙ্গলবার সকাল ১১টার দিকে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার ভ্রাম্যমান আদালতে হাজির করে। ভ্রাম্যমান আদালত সবুজ শিকদারকে ১বছর এবং মামুন মোল্যা ও হামিম মোল্যাকে ৩ মাসের বিনাশ্রম কারা দন্ডাদেশের আদেশ দেন। নড়াগাতি থানার কর্মকর্তা ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ‘দন্ড প্রাপ্তদের মঙ্গলবার নড়াইল জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here