যশোর শহরের পশ্চিমপাড়ার সোনালী খাতুনকে অপহরণ ও হত্যার অভিযোগে চারজনকে আসামি করে আদালতে মামলা

0
321

স্টাফ রিপোর্টার : যশোর শহরের পশ্চিমপাড়ার সোনালী খাতুনকে অপহরণ ও হত্যার অভিযোগে চারজনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। বুধবার নিহতের মা রেলগেট পশ্চিমপাড়ার মুজিবার রহমানের স্ত্রী জাহানারা বেগম জানু বাদী হয়ে এ মামলা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে এ ব্যাপারে থানায় কোন মামলা হয়েছে কিনা হলে অগ্রগতিসহ ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আাসামিরা হলো খুলনা রূপসার রাজাপুর গ্রামের আলহাদ হোসেন ও তার স্ত্রী আনজু বেগম এবং হারুন অর রশীদ ও তার স্ত্রী রোকেয়া বেগম।
মামলা অভিযোগে জানা গেছে, সোনালী খাতুনের বিয়ে হয়েছিল। তার চার বছরের একটি ছেলে আছে। চলতি বছরের জানুয়ারি মাসে আসামিরা সোনালীকে শহরের রেলগেট এলাকা থেকে অপহরণ করে নিয়ে নিয়ে যায়। অনেক খোঁজখুজি করে সোনালীকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। কয়েক মাস পর আসামিরা সোনালীল মুক্তির ব্যপারে এক লাখ টাকা দাবি করে। মেয়েকে ফেরত পাওয়ায় আশায় কাউকে কিছু না জানিয়ে প্রথম বার ৪০ হাজার ও পরে ৭০ হাজার টাকা দেয়া হয় আসামিদের। এরপর আসামিরা সোনালীকে ফেরত না দিয়ে খুলনা নিয়ে যায়। সেখানে আসামিদের সহযোগীদের দিয়ে নির্যাতন ও ধর্ষণের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল হাসাপাতালে ভর্তি করে পালিয়ে যায়। সোনালীর মা হাপতালে যেয়ে মেয়েকে আইসিইউতি মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। চিকিৎসাধীন অবস্থায় সোনালী মারা যায়। এ ব্যাপারে চলতি বছরের ১৭ মার্চ খুলনা সোনাডাঙ্গ থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এ ব্যাপারে থানায় মামলা মামলা করতে গেয়ে গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here