ঝিকরগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন

0
237

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার : “উন্নত স্যানিটেশন নিশ্টিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি ও সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই দু’টি স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের মধ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার সময় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ সহকারী প্রকৈাশলী অন্তরা সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, ঝিকরগাছা প্রেসকাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, জনস্বাস্থ্য প্রকৌশলীর সিসিটি জেসমিন নাহার, ম্যাকানিক্স আঃ গফুর, আনোয়ার হোসেন, অফিস সহায়ক আব্দুস সালাম মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here