স্টাফ রিপোর্টার, তালা ॥ সাতক্ষীরা তালায় দেশব্যাপী নারী ও কিশোরীদের ধর্ষন ও যৌন হয়রানি প্রতিরোধে দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার (১৫ অক্টোবর) সকালে তালা প্রেসকাবের সামনে দলিত ইস্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মিজানুর রহমান,দলিত ইস্পাওয়ারমেন্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী ফারজানা কবির,ফিল্ড ফ্যাসিলিটেটর বাহারুল ইসলাম,হিসাব রক্ষক বিল্পব মন্ডল,ললিত সরকার,পার্বতী দাস,প্রতিমা সরকার,সচিত্রা সরকার প্রমূখ। এসময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও যৌন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।