নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন

0
229
কপিলমুনি প্রতিনিধিঃ সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের বাজারদর নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২ টায় কপিলমুনিতে দ্রব্যমুল্যের বাজারদর তদারকি করেন, পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম। এসময় তিনি মূলত সরকারি নির্ধারিত মূল্যে ৩০ টাকা দরে আলু বিক্রয়ের জন্য খুচরা ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন। তাছাড়া ৪৮ টাকা কেজি দরে আলু বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ব্যবসায়ীদের উপর। এমনকি এর কোন প্রকার ব্যাতিক্রম হলে সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এখন থেকে প্রায় প্রতিদিনই পাইকারী থেকে খুচরা বাজার মনিটরিং করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here