মহেশপুরে থাই কাগজী লেবু চাষে আশরাফ মিয়ার সাফল্য

0
299

নিজস্ব প্রতিনিধি ঃ ঝিনাইদহ জেলার মহেশপুরে আশরাফ মিয়া থাই কাগজী লেবু চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে। বারোমাসি থাই লেবুর চাষ করে তিনি লাখপতি হয়েছেন। তার বাগানে উৎপাদিত কাগজী লেবু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আশরাফ মিয়া বারোমাসি থাই লেবুর চাষ করে লাখপতি হয়েছেন। সঠিক নিয়ম মেনে পরিচর্যা ও যতœ নেওয়ায় খুব কম সময়েই সফলতা লাভ করেন তিনি। তার এই সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন লেবুর চাষ। অনেক দূর থেকে লোকজন আসছেন তার এই লেবুর বাগান দেখতে। এরই মধ্যে অনেকেই সেখান থেকে চারা সংগ্রহ করে নতুন করে লেবুর বাগান করছেন।
আশরাফ মিয়া এ প্রতিবেদককে জানান, মহেশপুর উপজেলার কুশুমপুর সোনাগাড়ি মাঠে ৫ বিঘা জমিতে তিনি থাই কাগজী লেবুর চাষ করেন। তিনি এই বাগান থেকে প্রতি বছর প্রায় ৭-৮ লক্ষ টাকার লেবু বিক্রি করে থাকেন। এ বছর প্রচুর পরিমান লেবু ধরেছে গাছে। কাগজী লেবু ১২ মাসের চাষ। সব সময় এই গাছে ফল থাকে। কৃষক এই চাষে ভাগ্য পরিবর্তন করতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরো জানান, দীর্ঘ ২০ বছর যাবৎ তিনি নার্সারী ব্যবসার সাথে জড়িত আছেন। তিনি নার্সারীতে বিভিন্ন ফলজ গাছের চারা উৎপাদন করে থাকেন। তার নার্সারী থেকে চারা নিয়ে অনেকেই ফলের বাগান তৈরী করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, বাগানের বিষয়টি তাদের নজরে আছে। এই চাষ অত্যন্ত লাভজনক চাষ। তিনি চাষীদেরকে কাগজী লেবু চাষ করার জন্য আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here