মাগুরায় অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
247

মাগুরা প্রতিনিধি : কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকালে মাগুরায় বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শহরের কফি হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের মাগুরা জেলা শাখার আহবায়ক রূপক আইচের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক খান শফিউল্লাহ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অলোক বোসসহ অন্যরা। সভার সংগে জুম মিটিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে সকল সদস্য ও অতিথি বৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানান সংঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন নিউজ পোর্টালগুলির গুরুত্ব তুলে ধরে সচ্ছতা বজায় রেখে সংবাদ পরিবেশেনের জন্য পোর্টাল মালিক ও সম্পাদকদের প্রতি আহবান জানান। সাংবাদিক লিটন ঘোষ জয় এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ইন্টানেটের মাধ্যমে বিশ্বায়নের এই যুগে অনলাইন পত্রিকার গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসকাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক দীপক চক্রবর্তী, সাংবাদিক এস আলম তুহিন, অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও বিডিসি নিউজের সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুজন ভৌমিক, সংগঠনের সদস্য সচিব মাগুরানিউজ.কম এর সম্পাদক ও প্রকাশক ডা. রাহুল মিত্র, বক্তব্য রাখেন ডেইলিমাগুরা.কম এর প্রকাশক শিশির সরকার, সম্পাদক দেবব্রত দে, মাগুরারবাণী.কম এর সম্পাদক মোঃ সাইফুল্লাহ, মাগুরানিউজটুডে.কম এর বার্তা সম্পাদক এ্যাড. বাণীব্রত কুন্ডু, দ্রেশট্রিবিউন এর সম্পাদক শহিদুজ্জামান চাদ, বাংলানিউজটোয়িন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি জয়ন্ত জোয়ারদার, বিডিসি নিউজ এর প্রতিনিধি মনিরুল ইসলামসহ অন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here