যশোরের মণিরামপুরে জোড়া হত্যাকা-

0
225

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে জোড়া হত্যাকা-ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া (বারপাড়া) গ্রামের মাঠের মধ্যে এই জোড়া হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার জয়ন্তা গ্রামের আকতার হোসেনের ছেলে বাদল হোসেন (২৪) ও লোকমান হোসেনের ছেলে আহাদ আলী (২৫)। দুই যুবককেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ আলী এবং বাদল হোসেন ডিস লাইনের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে সদর উপজেলার বলরামপুর গ্রামের দক্ষিণপাড়ার নিউ সোনা ব্রিক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন। মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া (বারপাড়া) গ্রামের মাঠের মধ্যে পৌছানো মাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। পরে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এরপর তাদের ওই মাঠের মধ্যে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে চলে যায়। পরে পথচারীরা দেখে স্থানীয় লোকজনদের জানায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ও নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনাস্থলে থাকা বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খাঁন রাসেল হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে ঘটনাস্থল থেকে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ তাসমিম আলম বলেছেন, ঘটনাটি মণিরামপুর থানাধীন ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া (বারপাড়া) মাঠের মধ্যে ঘটেছে। সেখানে পুলিশের একাধিক টিম আছে। অপরাধীদের সনাক্ত ও হত্যারহস্য জানার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here