সরকারী কলেজে নির্মাণকৃত লিণ্টন ভেঙ্গে পড়ে নির্মাণ    শ্রমিকের মৃত্যু  

0
251
আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি -ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কলেজে এবার শিক্ষক কমনরুমের নির্মানাধীর লিন্টন ভেঙ্গে মাথায় পড়ে এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম আন্দুল মালেক (৫০) বাড়ী কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা গ্রামে। তিনি ওই গ্রামের কালুশাহ’র ছেলে। কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার জানান, কোটচাঁদপুর সরকারী কলেজের রিপিয়ারিং কাজ ও শিক্ষকের একটি কমনরুমের জন্য ১৫ লাখ টাকা বরাদ্ধ আসে। কাজটি পান কালিগজ্ঞের মেসার্স পিণ্টু টেডার্স। কমন রুমের লিণ্টন ঢালায় হয় গত দুই দিন আগে। অথচ কাউকে না জানিয়ে নির্মাণ শ্রমিক মালেক কাজ করতে যেয়ে জানালার কার্নিসে লাগালো বাঁশ খুলে ফেললে জানালার কার্নিস ও লিণ্টন ভেঙ্গে নির্মাণ শ্রমিক মালেকের মাথায় পড়ে। ফলে সে গুরুতর…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here