নাসির উদ্দিন নয়ন কুয়াদা (যশোর) প্রতিনিধি : যশোর মনিরামপুরের লেবুগাতী সার্বজনীন কালিমন্দিরে খুলনা বিভাগীয় শ্রী
শ্রী লীলা কীর্তন সংঘের আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
(এমপি)’র আশু সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে। বুধবার রাতে লেবুগাতী সার্বজনীন কালি মন্দিরে সনাতন
ধর্মের ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্ত্রী ও তার পুত্র কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় পরিবারের
সুস্থতা কামনা করে এ প্রার্থনার আয়োজন করা হয় ।
এ সময় কাশিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পূজা পরিষদ নেতা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য
রাখেন, চালুয়াহাটি ইউনিয়ন পূজা পরিষদ সভাপতি নিতাই পাল,ভোজগাতী পূজা পরিষদ সভাপতি ডাঃ শিবপদ দাস,
ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, জেলা পূজা পরিষদ নেতা প্রদীপ দাস, নেপাল দাস, মন্দিরের
পুরোহিত সুবোল চন্দ্র ভট্টাচাৰ্য। সার্বিক তত্তাবধানে ছিলেন ও প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা
কামনা করে প্রার্থনা করান, বিভাগীয় লীলা কীর্তন সংঘের সভাপতি সুবোধ কুমার দাস, সম্পাদক উজ্জ্বল পাল। শেষে
উপস্থিত সকলের মধ্যে ও অন্ন-প্রসাদ বিতারন করা হয়।















