স্টাফ রিপোর্টার ॥ যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তাঁর সহধর্মীনী শ্রীমতি তন্দ্রা ভট্টাচার্য্য এবং তাঁদের একমাত্র পুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ করোনাক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তাঁদের রোগমুক্তি কামনায় মণিরামপুর কল্যাণ সমিতি- বৃহস্পতিবার এক দোয়ানুষ্ঠানের আয়োজন করে। যশোর পঙ্গু হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ক্যান্সারাক্রান্ত আব্দুল হামিদসহ রোগাক্রান্ত অন্যান্য সদস্যদের জন্যেও দোয়া করা হয়।
দোয়া করা হয় সমিতির অন্যতম উপদেষ্টা মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সদ্য প্রয়াত মাতা জবেদা বেগমের জন্য। দোয়া করা হয়- সমিতির পৌর প্রতিনিধি সাহিদুজ্জামানের মরহুম পিতা ও প্রচার সম্পাদক ফরিদুল ইসলামের পিতার বিদেহী আত্মার জন্য এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃর্ত্যুবরণকারী সমিতির আজীবন সদস্য জামাল উদ্দীনসহ সমিতির মৃত্যুবরণকারী অন্যান্য সদস্যদের জন্য।
স্বাস্থ্য সুরা ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়- সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা যশোর জেলা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি সমিতির আজীবন সদস্য মো. আব্দুল মজিদ, সমিতির সভাপতি ডা. এ এইচ এম আব্দুর রউফ, সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এম আব্দুল গনি সহ সমিতির যারা অসুস্থ্য বা করোনাক্রান্ত হয়েছিলেন তাঁদের জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. এ এইচ এম আব্দুর রউফ, দোয়া পরিচালনা করেন সমিতির শ্যামকুড় ইউনিয়ন প্রতিনিধি যশোর জিলা স্কুলের সহকারী শিক মো. জয়নাল আবেদীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক এম আব্দুল গনি।