যশোরের মণিরামপুরে দু’যুবককে হত্যার ঘটনায় মামলা, আটক নেই

0
275
dav
যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে জোড়া খুনের  ঘটনায়  অজ্ঞাতনামা  ৫/৬ জনকে আসামি করে মামলা হয়েছে। আজ শুক্রবার  সকালে নিহত বাদলের মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন । তবে এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
 জেলার মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার রাতে মনিরামপুরেরর  ঢাকুরিয়া বারপাড়া বিল এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন যশোর সদর উপজেলার জয়ন্তা গ্রামের বাসিন্দা বাদল ও আহাদ। খবর পেয়ে রাতেই তাদের মরদেহ উদ্ধার করা হয় এবং শুক্রবার  সকালে মরাদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া ওই ঘটনায় নিহত বাদলের মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬জনের নামে মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ওসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here