যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার আরোহী নিহত, আহত দুইজন

0
267

স্টাফ রিপোর্টার : যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন নিহত হয়েছে এসময় আরও দুইজন আহত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেলে চাপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। খুলনাগামী মহানন্দা ট্রেন ভাঙ্গাগেট রেলক্রসিং পার হওয়ার সময় ভৈরব ব্রীজের সংযোগ সড়ক দিয়ে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি প্রাইভেট কারটিকে ঠেলে ২শ’ মিটার দুরে নিয়ে থেমে যায়। কারটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সাথে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে গাড়িটি বের করে। এসময় কারে থাকা ছয় জনের মধ্যে ঘটনাস্থলেই নড়াইলের ভুয়াখালীর হিরক ভূইঁয়া(৪০) ও তার বোন শিল্পী বেগম(৩৬) নিহত হয়। আহত চার জনকে উদ্ধার করে দ্রুত অভয়নগর স্বাস্থ্য কমপেক্সে নিলে ডাক্তার শিশু রাইসা(৭) কে মৃত ঘোষনা করেন। গুরুতর অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আশরাফুল(৪১) নামে একজন নিহত হয় । অভয়নগর স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগের ডাক্তার ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে শিশু রাইসাকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিনজনকে আমরা খুলনায় রেফার করেছি। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং আহত চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতরা নড়াইলের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকেল ৪টা ৪৫ মিনিটে খুলনাগামী মহানন্দা ট্রেনটির সাথে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন মারা গেছে বলে শুনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here