একাত্তর টেলিভিশনকে বয়কট ঘোষনার  প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন 

0
232
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : একাত্তর টেলিভিশনকে বয়কট ঘোষনা ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এ কর্মসুচির আয়োজন করেন সাংবাদিক, সাংস্কৃতিক ও সুশিল সমাজ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম, রায়হান। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক নিজাম জোয়ারদার বাবলু, দেলোয়ার কবীর, এম,এ জলিল, শামিমুল ইসলাম, জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারন সম্পাদক বাবলু আক্তার লাল্টু, স্থানীয় আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল। বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুকে অবিলম্বে একাত্তর টিভির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে নুরকে বয়কট করার ঘোষনা দেন সাংবাদিক সমাজ। মানববন্ধন কর্মসুচিতে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ একাত্ব ঘোষনা করে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here