কন্যা হত্যার বিচারের দাবিতে শ্যামনগে প্রেসকাবে সংবাদ সম্মেলন

0
238

শ্যামনগরে ব্যুরো ঃ কন্যা হত্যার বিচারের দাবিতে পিতা মোঃ রফিকুল ইসলাম শ্যামনগর প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোঃ মফিজ উদ্দীন গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় শ্যামনগর প্রেসকাবে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার কন্যা মরিয়ম (১৯) কে ইসলামী শরীয়হ মোতাবেক ৭ মাস পূর্বে ঈশ্বরীপুর গ্রামের আবু বক্কর গাইনের পুত্র মোঃ নাইমুর হোসেন সোহাগের সাথে বিয়ে দেই। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কন্যা মরিয়মকে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে গত মঙ্গলবার দিনগত গভীর রাতে আমার কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মোবাইল ফোনে সোহাগ আমাকে বলে মরিয়ম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরদিন ভোরে আমি সোহাগের বাড়িতে যেয়ে দেখি ঘরের মেঝেতে আমার কন্যার লাশ পড়ে আছে। এঘটনায় আমি শ্যামনগর থানায় এজাহার দাখিল করি। থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৩১। সাংবাদিকদের লেখনের মাধ্যমে কন্যা হত্যার সুষ্ঠু বিচারের দাবি করেছে পিতা রফিকুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here