যশোরের আরো ১২ নমুনা করোনা পজেটিভ

0
293

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীায় আরো ১২ নমুনা পজেটিভ ফল দিয়েছে। এই নমুনাগুলো যশোর জেলার। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শুক্রবার রাতে তাদের ল্যাবে মোট ৭৪টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ৬২টি নেগেটিভ ফল দিয়েছে। এদিন যশোর জেলার ৬৬টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে ১২টি করোনা পজেটিভ বলে শনাক্ত হয়। আর মাগুরার আটটি নমুনা পরীা করে সবক’টির নেগেটিভ ফল পাওয়া যায়। পরীার বিস্তারিত ফলাফল সকালেই যশোর ও মাগুরার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প থেকে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৮৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৮ জন। এখনো চিকিৎসাধীন আছেন ১১৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here