খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরায় শামস্-উল-হুদা’র নামে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ভবন নির্মাণের ফলক উন্মোচন করেন যশোর-০৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়।
ফলক উন্মোচন শেষে এদিন বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি নিয়তী রানী রায়। প্রধান অতিথি ছিলেন যশোর-০৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। সম্মানিত অতিথি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জাসদ নেতা মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর পৌরসভার কাউন্সিলর মকলেদুল বারী অপু, শিল্পপতি আব্দুল কবীর খান জামান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত এ সভায় মুক্তিযোদ্ধা নুরুল হক (বীর বিক্রম), কলেজের প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, বন্দবিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জহুরপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সম্পাদক আলী হায়দার টফি প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিরা ক্যাম্পাসের পশ্চিম চত্বরে কোদাল দিয়ে মাটি খুঁড়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এটি নির্মাণে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস গ্রুপের জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হবে।