শ্যামনগর জমি দখলের চেষ্টা বিভিন্ন দপ্তরে অভিযোগ

0
290

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার খাগড়াদানা গ্রামে বড় ভাই যে ক্রয় করার সম্পত্তি ভোগ দখলীয় বাসগৃহ নামের একটি আকার জন্য ছোট ভাই ঐ সম্পত্তি জবর দখলের চেষ্টা করছে। বড় ভাইয়ের বিভিন্ন দপ্তরে অভিযোগ। অভিযোগ ও এলাকা সূত্রে জানাযায় যে, উপজেলার খাগড়াদানা গ্রামে অমেদ আলী সরদারের বড় পুত্র শহিদুল ইসলাম খোকন ১৯৯৭ সালে খাগড়াদানা মৌজায় এস এ ৭০নং খতিয়ানে ৩৯৭ নং দাগে ৩১ বন্দের মধ্যে ০.৪ শতক ও ১৪৯নং খতিয়ানে ৫৫৮ দাগে ০.৫শতক মোট ৯শতক জমি সৈয়দ আলী সরদার ও হোসেন আলী সরদার আপন দুই চাচার কাছ থেকে বড় ভাই শহিদুল ইসলাম খোকন ক্রয় করে সেখান থেকে ভোগ দখল করে এবং ঐ জায়গার উপর বড় ভাই পাকা ঘর বাড়ি নির্মান করে বসাবস করিয়া আসিতেছে। প্রিন্ট পর্চায় বড় ভাই সহিদুল ইসলাম খোকন পরিবর্তে ছোট ভাই সাইদুল ইসলাম হওয়ায়। ছোট ভাই ঐ জায়গা দখলের জন্য এলাকার কিছু উৎশৃঙ্খল লোকজন নিয়ে বড় ভাইকে বিভিন্ন হুমকি দিচ্ছে। বড় ভাই নিরুপাই হয়ে শ্যামনগরে বিভিন্ন দপ্তরে সঠিক বিচারের আসায় অভিযোগ দায়ের করেন। দুই ভাইয়ের মধ্যে দলাদলি সৃষ্টিতে একটা রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। যে কোন মুহুর্ত্বে রক্তক্ষয়ি সংঘর্ষ হতে পারে এই বিষয় এলাকা বাসি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here