ঝিকরগাছায় সেবা সংগঠনের পক্ষে প্রতিবন্ধী নাতিশাকে বাঁচাতে সাহায্যের আবেদন

0
288

স্টাফ রিপোর্টা, ঝিকরগাছা ॥ যশোরের ঝিকরগাছায় অবস্থিত অরাজনৈতিক সেবা সংগঠনের পক্ষে পৌর সদরের কৃষ্ণনগর মন্ত্রীপাড়ার ৬বছরের মেয়ে প্রতিবন্ধী নাতিশা সরেরিবাল পালসি (সিপি) রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তার পিতা শহিদুল ইসলাম গরীব দিন মজুর এবং মাতা মেয়েকে রেখে যে অন্যের বাড়িতে কাজ করে সংসার পরিচালানা করবে সেটাও তার পক্ষে সম্ভব হয় না মেয়েকে সর্ব সময় কেলো করে রাখার জন্য। সাধারণত সরেরিবাল পালসি (সিপি) রোগে আক্রান্ত হলে রোগীর ব্রেনের অনেক কোষ নষ্ট থাকে। যার ফলে তারা অনেকেই উঠে বসতে পারেনা, হাঁটতে পারেনা, কথা বলতে পারেনা এমনকি হাত-পাও স্বাভাবিক ভাবে নাড়াচাড়া করতে পারেনা। আর এসব গুলো লন নাতিশার মধ্যে বিদ্যমান রয়েছে। নাতিশার পরিবারের একমাত্র উর্পাজনকারী হতদরিদ্র দিনমজুর পিতা। তার চিকিৎসা করাতে যেয়ে সে আজ সর্বশান্ত বা নিঃস্ব হয়ে পড়েছে। যার ফলে এখন নাতিশার চিকিৎসা বন্ধ হয়ে আছে। তার চিকিৎসার জন্য প্রতিদিন অনেক অর্থের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু তার পিতা শহিদুলের একদিন দ্ইুশত-তিনশত উপার্জন হলেও সবদিন কাজ হয় না। এতে সে নিজের সংসার চালাতে ব্যর্থ হন। তারপরও মেয়ে নাতিশা সরেরিবাল পালসি (সিপি) রোগে আক্রান্ত হওয়ায় বড় বিপাকে আছে তাদের পরিবারটি।
নাতিশাকে বাঁচাতে সাহায্য করুন।। তার পিতার বিকাশ নং-০১৯৫৩৩৫০৯৯২। ইসলামী ব্যাংক, ঝিকরগাছা শাখার হিসাব নং-২০৫০১৬০০২০৪২৪৭৪১৬।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here