কলারোয়ায় ৪জনকে গলা কেটে হত্যা: রায়হানুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

0
282

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়েসহ একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার নিহত শাহিনুরের ছোট ভাই রায়হানুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। রোববার ১৮ অক্টোবর দুপুরে সাতীরা জুডিশিয়াল আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর তরিকুল ইসলাম। সাতীরার কোর্ট ইন্সপেক্টর অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারি মালিক শাহিনুর, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তবে, ভাগ্যক্রমে বেঁচে যায় পাঁচ মাসের শিশু মারিয়া সুলতানা। শিশুটি বর্তমানে হেলাতলা ইউনিয়ন পরিষদের সংরতি মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুনের হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here