কোটচাঁদপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

0
228

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : “নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে” এই শ্লোগান নিয়ে অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়ীতে গিয়ে পৌঁছে দেওয়ার লক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে কোটচাঁদপুর মডেল থানার আয়োজনে স্থানীয় পৌর শহরের আদর্শ পাড়ার সনি আবাসিক হোটেল চত্তর, সলেমানপুর সাহেববাড়ি, ও কলেজ বাসষ্টান্ড এলাকা সহ উপজেলার ৫টি ইউনিয়ন বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে ১ নং পৌর বিট পুলিশিং ইনচার্জ এসআই তৌফিক আনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোঃ মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আনারুল ইসলাম সেন্টু, ৩নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ফারুকুল আলম খোকন, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা। ২ নং পৌর বিট পুলিশিং ইনচার্জ এসআই আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক মুক্তিাযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, ৫নং পৌর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল শান্তি, ৬নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই টিটু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুচিত্রা মালাকার, আ.লীগের মহিলা নেত্রী রুবিনা রহমান।
অন্যদিকে ৩ নং পৌর বিট পুলিশিং ইনচার্জ এসআই মাসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, ৭নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শারাফত হোসেন, ৮নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসিমা খাতুন সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here