চৌগাছায় ৩৯ টি পূজা মন্ডপে প্রায় ৭ লাখ টাকার অনুদান প্রদান

0
256
স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ৩৯ টি পূজা মন্ডপগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। রবিবার ১৬ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা মিলনায়তনে স্ব স্ব পূজা উদযাপন পরিষদ নেতৃবন্দের হাতে অনুদানের টাকা তুলে দেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে বর্তমান সরকার আসন্ন দূর্গাপূজা যাতে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সেই নির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে পূজা উদযাপনের আহবান জানান।
তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্মের বৈষম্য দূর করে সাম্য ও ভ্রাতৃত্ব নির্ভর দেশ গঠনে আন্তরিক। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় সহিষ্ণুতার বার্তার মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে বদ্ধপরিকর। এবারের দূর্গা পূজায় কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা মেনে চলবেন। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী সব সময় তৎপর আছে। তাই কোনরকম বিশৃংখলা মেনে নেয়া হবেনা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে মাধ্যমে পূজা উদযাপন আমরা সমাপ্ত করতে চাই। এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয় প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস. এম সাইফুর রহমান বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সাধারন সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সন্তোস কুমার রায়, ধীরেন্দ্র নাথ দে, যুগ্ম সম্পাদক নিতাই সরকার,  সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, পৌর সভাপতি অশোক কুমার হালদার, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়, যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাস প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here