মণিরামপুরে রাইচ মিলের স্যাপে জড়িয়ে একজন রক্তাক্ত জখম

0
231

মহসীন হোসাইন, হরিদাসকাটী প্রতিনিধি : মণিরামপুরের হরিদাসকাটী ইউনিয়নের কাটাখালী গ্রামের ওয়াজেদ মোড়লের ছেলে ইকবাল মোড়ল (৪৪) রোববার সকালে একই গ্রামের হাজী রজব আলী মোড়লের রাইচ মিলে ধান মাড়াই করতে যায়। বস্তা ধরে মিলের হলারের ভেতর ধান দেয়ার সময় স্যাপে তার পরণের লুঙ্গি জড়িয়ে যায় এবং তার পুরুষাঙ্গ মারাত্মকভাবে থেতলে যায়। আহত অবস্থায় তাকে ঢাকুরিয়া বাজারের ডাক্তার হাবিবুর রহমানের কাছে চিকিৎসা করে। অন্তত ১৫ টা সেলাই দিতে হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে ইকবাল জানায়, মিল মালিক রজবআলী তার চিকিৎসার জন্য কোন খরচ দেয়নি। সে আরও জানায়, মিলঘর ঝড়ে ভেঙ্গে পড়ে যায়। মেরামত না করায় এলোমেলো অবস্থায় থাকায় মিলে ধান মাড়াই কোন পরিবেশ নেই। একই কারনে এ ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here