মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় চুরির অভিযোগ এনে আছিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে দুপুরে মারপিঠ ও রাতে আগুন দিয়ে গোয়াল ঘর ভষ্মিভুতসহ দুটি গরুদগ্ধ করে প্রতিপক্ষের লোক জন । ঘটনাটি শুক্রবার রাতে মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতী গ্রামে। এঘটনায় বৃদ্ধা আছিয়া বেগমের কন্যা আন্না খাতুন বাদী হয়ে শালিখা থানায় একটি মামলা দায়ের করেছে। ঘোষগাতী গ্রামের মোতালেব হোসেন জানান- ৩ আনা ওজনের এক জোড়া কানের দুল চুরির অভিযোগ তুলে বয়োবৃদ্ধা আছিয়া বেগমের কন্যা আন্না খাতুনের সাথে হাসান মোল্যার স্ত্রী রাজিয়া খাতুন ও দিপ্তী খাতুনের দ্বন্দ¦ চলে আসছে বেশ কিছুদিন ধরে। এক পর্যায়ে গত শুক্রবার দুপুরে হাসান মোল্যার লোকজন বৃদ্ধা আছিয়া বেগমকে বেধড়ক মারধোর করে। রাতে জানা যায় আন্নার গোয়াল ঘরে আগুন লেগে ঘর সহ দুইটি গরু দগ্ধ হয়েছে। মামলার বাদী আন্না খাতুন জানান প্রায় তিন বছর আগে আমি গরু বিক্রি করে আমার মাকে ৩ আনা ওজনের এক জোড়া দুল তৈরী কওে দিই। আমার মা দুল কানে দিলে প্রতিবেশী দিপ্তী বলে তোরা এ দুল কোথায় পেয়েছিস । এ দুল আমার। এর পর থেকে তারা চুরির অপবাদ দিয়ে প্রতিনিয়ত ঝগড়া করে আসছে। তারই জের ধরে শুক্রবার আমার মা ও এক বোনকে মারধোর সহ লাঞ্চিত করে। রাতে লোক জনের চিৎকারে ঘুম থেকে জেগে দেখি আমার গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু দগ্ধ হয়েছে। এই গরু দুটোই আমার একমাত্র সম্বল। গ্রামবাসীসহ ইউপি চেয়ার ম্যানের নিকট বিচার চেয়ে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে আজ রবিবার শালিখা থানায় একটি মামলা দায়ের করেছি।
মামলার বিবাদী হাসান মোল্যার সাথে দিপ্তী ও তার পরিবারের সদস্যরা জানান প্রায় ৫ বছর আগে আমার মেয়ের কানের দুল হারায়। সেদিন আছিয়া বেগমের কানে ওই দুল দেখতে পায়। শুনতে চাইলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে উভয় পক্ষের মধ্যে গোলমাল হয়। তবে আগুনের বিষয়টি আমরা জানিনা। ইউপি চেয়ারম্যান মোঃ শেখ ফিরোজ হোসেন বলেন আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। খুবই দুঃখ জনক ঘটনা। শালিখা থানার অফিসার ইনর্চাজ মোঃ তরীকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।