যশোরের একটি পর্ণ্যগ্রোফি মামলার আসামি মনিরুজ্জামান লাল্টু মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি

0
238

নিজস্ব প্রতিবেদক : যশোরের একটি পর্ণ্যগ্রোফি মামলার আসামি মনিরুজ্জামান লাল্টু মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। মানিরুজ্জামান প্রকাশ্য ঘুরে বেড়ালেও পুলিশ তাকে আটক করেনি। মামলার বিচারের আগমূহুর্তে আসামির অব্যহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনায় ভুগছেন বলে অভিযোগ বাদীর পিতার। আসামি মনিরুজ্জামান লাল্টু যশোর সদরের রূপদিয়া মনছেপপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।
মামলার বাদী পক্ষের আইনজীবী সাবিয়া খানম জানিয়েছেন, জেলা লিগ্যাল এইডের মাধ্যমের মামলাটি গ্রহন করে বাদী পক্ষের হয়ে পরিচালনা করছেন। আসামি মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও পুলিশ তাকে আটক করতে না পারায় পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে বিচারের জন্য প্রস্তুত হয়েছে। আগামি ধার্য দিনে এ মামলা চার্জ গঠন হয়ে পরবর্তী ধার্য দিনে স্বাক্ষী গ্রহণ শুরু হবে। মামলার অভিযাগে জানা গেছে, আসামি মনিরুজ্জামান লাল্টু ২০০৭ সালে বাঘারপাড়ার পল্লীর এক মেয়েকে বিয়ে করে। তাদের একটি পুত্র সন্তান আছে। লাল্টুর মাদক সেবী ও চরিত্রহীন লোক তা তার স্ত্রীর বুঝে উঠতে দেরি হয়নি। লাল্টুর নেশার টাকা জোগাড় করে দিতে না পারলে প্রায় তার স্ত্রীকে মারপিট করত। এক পর্যায়ে লাল্টুর স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। লাল্টু জোর করে তার স্ত্রীর নগ্ন ছাবি মোবাইলে ভিডিও করে রাখে। ২০১৭ সালের ২৭ জুলাই লাল্টুর অত্যাচারে তার স্ত্রী পিতার বাড়ি চলে যেতে বাধ্য হয়। ওই বছরের ৫ আগস্ট লাল্টু তার শ্বশুর বাড়ি য়েয়ে স্ত্রীর কাছে ৩ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে মোবাইলে ধারন করা ছবি নেটে ছেড়ে দিবে বলে হুমকি দেয়। লাল্টুকে টাকা না দেয়ায় ৬ আগস্ট ও ১৭ আগস্ট নেটে নগ্ন ছবি ছেড়ে দেয়। যাতে গ্রামে তাদের সম্মনহানি হয়। ওই বছরের সেপ্টেম্বর মাসে লাল্টুর স্ত্রী বাদী হয়ে বাঘারপাড়া আমলী আদালতে পর্ণ্যগ্রোফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। যার নম্বর সিআর ২৫৪/১৭। এ মামলার তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আসামি লাল্টুকে অভিযুক্ত করে ওই বছরের ৭ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা। আদালত প্রতিবেদন গ্রহন করে আসামির প্রতি সমন জারির আদেশ দেন। ধার্য দিনে আসামি লাল্টু আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে আটক করতে না পারায় পত্রিকায় বিজ্ঞপ্তির দিয়ে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বদলী করা হয়। আগামী ৪ নভেম্বর এ মামলার চার্জগঠনের জন্য ধার্য দিন আছে। মামলার বাদীর পিতার অভিযোগ, আসামি মনিরুজ্জামান লাল্টু মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। বর্তমানে তার অব্যহত হুমকির মুখে পরিবারের সকলে চরম নিরাপত্তাহীন রয়েছে বলে জানিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here