জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় উপজেলা আসন্ন শারদীয় দুর্গাপূজায় সরকারী বরাদ্দকৃত অনুদানের অর্থ ও সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের ব্যাক্তিগত তহবিল হইতে প্রদেয় অর্থ প্রদান উপলে শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ সিরাজুল হক মঞ্জু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক শ্রী নীল কমল সিংহ, মাননীয় সাংসদের ব্যাক্তিগত সহকারী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ সহ অনেকে ।