শ্যামনগরের নকিপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে ৪ হাজার তালবীজ বপন উদ্বোধন

0
244

ডেস্ক রিপোর্টঃ শ্যামনগরের নকিপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমানের উদ্যোগে রাস্তার ২পার্শ্বে ৪হাজার তালবীজ বপন উদ্বোধন করেছেন- এমপি এস এম জগলুল হায়দার। ১৮ অক্টোবর বিকাল ৫টায় ‘তালবীজ বপন করি, দনি জনপদকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রা করি’ এ স্লোগানের আওতায় শ্যামনগরের নকিপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমানের উদ্যোগে আটুলিয়ার মাহেন্দ্র সিলি মোড় হতে বৈদ্যের বাড়ী পর্যন্ত রাস্তার ২পার্শ্বে ৪হাজার তালবীজ বপন মোবাইলের মাধ্যমে উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম,আবুজর গিফারী, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,নকিপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান প্রমূখ। তাল গাছ বজ্রপাত প্রতিরোধ করায় দণি জনপদকে প্রাকৃতিক দূর্যোগ থেকে রা করতে তাল বীজ বপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here