কেশবপুরে শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ

0
278

উদয় শংকর সিংহ, কেশবপুর ব্যুরো : কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশবপুর পৌরসভার ১ নং ওযার্ডের তরুন সমাজকর্মী উৎপল দে’র নিজ উদ্যোগে শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বুধবার সকালে শহরে বর্ণমালা অফিস কক্ষে শিশুদের হাতে নতুন বস্ত্র উপহার সামগ্রী হিসাবে তুলে দেওয়া । এ সময় উপস্থিত ছিলেন বিআরডিপির চেয়ারম্যান মদন সাহা অপু , চারুপীঠের পরিচালক উৎপল দে, প্রেসকাবের গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, সাংবাদিক মেহেদী হাসান জাহিদ, চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা শফিউল আলম, সহ সাধারণ সম্পাদক বিজন দাস, সমীর দাস, দীপ্ত রায় চেীধুরী প্রমূখ। শিশু বিজয় অধিকারী, সৈকত কুমার বলেন বলেন গত বছর ও উৎপল দাদা আমাদের পূজায় উপহার দিয়েছিলো। এবারও পেলাম। খুব খুশি লাগছে। ৪২ জন শিশুকে নতুন বস্ত্র ও মাস্ক দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here