বেনাপোল পোটথানা পুলিশের হাতে লক্ষ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক গ্রেফতার -১

0
295
বেনাপোল থেকেএনামুলহকঃ   বেনাপোল  পোটথানার অফিসার ইন-চার্জ মামুন খানের নেতৃত্বে    এসআই রফিকুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ ২০শে অক্টোবর রোজ বুধবার সকাল১০ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামস্থ বেনাপোল স্থল বন্দরের ১নং গেটের বিপরীতে জুয়েল ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের মধ্য হতে আসামী  শাকিল খান (২২), পিতা- মোঃ শাহ আলম রাজা, গ্রাম- সাদিপুর (মাঠপাড়া), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে গ্রেফতার করা হয়।এসময় তার নিকট হতে ১২৭ পিচ ভারতীয় কাতান শাড়ী, মূল্য-৪,৪৪,৫০০/- টাকা, ৩৮ পিচ ভারতীয়  কাতান শাড়ী, যাহার মুল্য মূল্য- ১,৫২,০০০/- টাকা, ৪৫ পিচ ভারতীয় বেনারশী শাড়ী, যার মুল্য ২,০২,৫০০/- টাকা,  ১০০০ পিচ ভারতীয় কলোফ-জি ক্রীম, যার মুল্য-৩০,০০০/- টাকা উদ্ধার করেন। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার একটি মামলা  হয়েছে। যাহার মামলা নং- ৩৯, তাং- ২০/১০/২০২০ ইং, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি এর ১ (বি)  রুজু করা হয়েছে।আসামীকে যশোর কোট আদালতে সোর্পদ  করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here