মনিরামপুর টেগার ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবীতে নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ

0
310

স্টাফ রিপোর্টার, মণিরামপুর : মণিরামপুর পৌর শহরের দোলখোলা মোড়ে টেগার ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন রুপালী খাতুন নামের এক টেগার মালিক। টেগার মালিক রুপালী গত মঙ্গলবার লিখিত ভাবে অভিযোগ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম রুপালীর ওই অভিযোগ পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। রুপালীর অভিযোগে জানা যায়, দূর্গাপুর গ্রামের মৃত লুৎফর মোল্যার ছেলে রবিউল ইসলাম রবিসহ ৫/৬জন যুবক রুপালী খাতুনের নিকট ৩০ হাজার টাকা দাবী করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, রবিসহ ৫/৬জন যুবক টেগার ষ্ট্যান্ডে বসে প্রতিদিন গাড়ী প্রতি নির্ধারিত একটি চাঁদা তুলছে। বিষয়টি নিয়ে রুপালীসহ টেগার মালিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক চাঁদাবাজি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী করেছে। অভিযোগকারী টেগার মালিক রুপালী দূর্গাপুর গ্রামের মৃত শহিদুল ড্রাইভারের মেয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here