স্টাফ রিপোর্টার ॥যশোরে আলাদা দুই মাদক মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। বৃহস্পতিবার আলাদা রায়ে স্পেশাল ট্রাইবুন্যাল-৫ এর বিচারক আসিফ ইকবাল এ সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসমিরা হলো শার্শার কাশিপুর গ্রামের মোস্তফার ছেলে নাসির উদ্দিন, বেনাপোল কাগজপুকুর দক্ষিনপাড়ার হানেফ মোল্লার ছেলে বাবু, দিঘীরপাড় এলাকার বদর উদ্দিনের ছেলে বুলবুল ও ফরিদপুর সদরের চৌধুরী কান্দা গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১০ সালের ২৮ অক্টোবর পুলিশ নাসিরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ মামলার স্বাক্ষ্য গ্রহন শেষে আসমি নাসিরের বিরুদ্ধে অভিযোগ প্রমণিত হওয়ায় বিচারক তাকে ৪ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
এছাড়া ২০০৯ সালের ৮ জানুয়ারী যশোর সদরের দেয়াড়া গ্রামের মেইন রাস্তা থেকে তিনজনতে আটক করে পুলিশ। আটকৃতরা হলো বেনাপোল কাগজপুকুর দক্ষিনপাড়ার হানেফ মোল্লার ছেলে বাবু, দিঘীরপাড় এলাকার বদর উদ্দিনের ছেলে বুলবুল ও ফরিদপুর সদরের চৌধুরী কান্দা গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া। তল্লাশি করে তাদের কাছ থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এঘটনায়র কোতোয়ালি থানার এসআই শাহ জালাল বাদী হয়ে মামলা করেন। এ মামলার রায়ে বিচারক প্রত্যেকের ২ বছর করে সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা করে জারিমানা অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।