স্টাফ রিপোর্টার ॥ যশোরে জাল টাকা উদ্ধারের ঘটনায় আটক অপূর্ব বিশ্বাস নয়নের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন এ আদেশ দিয়েছেন। নয়ন নড়াইল লোহাগাড়ার কুন্দশী মালোপাড়ার নবদ্বীপ বিশ্বাসের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৬ অক্টোবর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাড়–য়া মন্দির সংলগ্ন পতিতা পল্লীর ৩ নম্বর গলির ঝর্ণার ঘরে অভিযান চালায়। এ সময় আসামি নয়নকে আটক ও তার ব্যাগ থেকে ৮০টি একহাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সি বাদী হয়ে আটক নয়নকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক নয়নের ৫ দিনের রিমান্ড চেয়ে ১৭ অক্টোবর আদালতে আবেদন করেন। গতকাল বুধবার আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমন্ড মঞ্জুর করেছেন।