স্টাফ রিপোর্টার ॥ যশোরের ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড ও সদরের রাজারহাট বাজারে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে চার ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি পরিচাক ওয়ালিদ বিন হাবিব।
সূত্রে জানাগেছে, বাজারে পণ্যে দাম নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর বাজার তদারকনিমূলক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ড বাজারে অভিযান চালিয়ে ক্রয় রশিদ সংরক্ষন ও মূল্য তালিকা হালনাগাদ না করায় রেজাউল স্টোরকে ১ হাজার ও মেসার্স আরিফ স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া রাজার হাট বাজারে অভিযান চালিয়ে বেশি দামে আলু বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষন ও মূল্য তলিকা হালনাগাদ না করায় মামলা দিয়ে রেজাউল স্টোর ও মমিন ভান্ডারকে এক হাজার টাকা করে জারিমানা করা হয়। অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।














