যশোরে ব্যবসায়ির বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা

0
299

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের গোহাটা রোডের খাজা ট্রেডার্সের মালিক ব্যবসায়ী ইলিয়াস ভাট্টির বিরুদ্ধে ১ কোটি ৮৫ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা হয়েছে। বুধবার যমুনা ব্যাংক যশোর শাখার ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার এরশাদ আলী বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল সদর আমলী আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহন করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি ইলিয়াস ভাট্টি ঝিকরগাছার কৃষ্ণনগরের মিতালী সিনেমা হল রোডের বাসিন্দা মৃত ইব্রাহিমের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ইলিয়াস ভাট্টির যশোর শহরের গোহাটা রোডে খাজা ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি যমুনা ব্যাংকের ঋণ গ্রহনকাী গ্রাহক। ঋণ মঞ্জুরী পত্রের চুক্তি, শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করেননি ইলিয়াস ভাট্টি। পাওনা ১ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৪৭৬ টাকা পরিশোধের জন্য তাকে মৌখিক ও নোটিশ দিয়ে তাগাদা দেয়া হয়। এক পর্যায়ে গত ২৫ আগস্ট ইলিয়াস ভাট্টি ঋণের টাকা পরিশোধের জন্য ওই টাকার পরিমান একটি চেক চেক দেন। ওই দিন চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখাত হয়। বিষয়টি লিগ্যাল নোটিশের মাধ্যমে ইলিয়াস ভাট্টিকে অবহতি করা হয়। নোটিশের মেয়াদ শেষ হলেও ব্যাংকের পাওনা টাকা পরিশোধ না করায় ইলিয়াস ভাট্টিকে আসামি করে আদালতে এ মামলা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here