অতিরিক্ত লোক সমাগমে করোনা ভাইরাসে আতঙ্ক গ্রস্থ এলাকাবাসী

0
249

শ্যামনগর ব্যুরো ঃ করোনা ভাইরাসের আক্রমন পরস্পর বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রশাসনের সতর্কতা নির্দেশ উপেক্ষা করে রাস্তায় বিভিন্ন ধরনের দোকান দিয়ে নারী-পুরুষ ও শিশুদের ভিড় সৃষ্টি করার আশংকায় শ্যামনগর উপজেলায় শংকরকাটি পূর্বপাড়া পিয়াদা বাড়ি জামে মসজিদের মুসুল্লিবৃন্দ ও স্থানীয়রা করোনা ভাইরাসের ভয়ে আতঙ্ক গ্রস্থ। এ অবস্থা থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামানা করেছে। মসজিদের মোতাওয়াল্লি ও এলাকার সচেতন মহলের দাবি শংকরকাটি সার্বজনীন দুর্গা পূজা মন্দির এর আওতাধীন সনাতন/হিন্দু ধর্মাবলম্বীগণ গত কয়েক বছর ধরে এ মন্দিরে দূর্গা পূজা উৎসব পালন করে আসছে। উক্ত মন্দিরের উত্তর ও দক্ষিন পাশে বড় বড় দুইটি রাস্তা থাকা স্বত্ত্বেও উক্ত মসজিদ থেকে মাত্র ৩০-৪০ হাত দুরে রাস্তার উপর বিভিন্ন ধরনের দোকান দিয়ে নারী-পুরুষ ও শিশুদের ভিড় জমিয়ে সাধারনের চলাচল ও মসজিদের মুসুল্লিদের নামাজে ক্ষতির আশঙ্কা। মসজিদের নিকটবর্র্তী ওজুর জন্য একটিমাত্র টিউবওয়েলটি বাজারের লোকজন ব্যবহার করায় এলাকাবাসী আরও বেশি আতঙ্ক। যদিও হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্ম উৎসব শারদীয় দূর্গা পূজা তথাপি বর্তমান করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম সরকারি ভাবে নিষেধ থাকা স্বত্ত্বেও তারা এ নিষেধ উপেক্ষা করে চলেছে। লোক সমাগম বন্ধ করার দাবিতে মসজিদের মোতাওয়াল্লি ও এলাকার সচেতন মহাল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here