কপিলমুনি প্রতিনিধি ঃ কর্মদতার মধ্যে সর্বদা ন্যায় ও নিষ্ঠার উর্দ্ধে থেকে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আরাফাতুল আলম। যোগদান পরবর্তী বছর অতিক্রম করে ভূমি সেবায় নান্দনিক দৃষ্টান্ত ও নানামুখি পদপে গ্রহণ করে আজ তিনি একজন আরাফাতুল আলম নামে সাধারণ জনগণের কাছে পরিচিতি লাভ করেছেন। যার প্রতিফলনে গত এক বছরে বদলে গিয়েছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সেবারমান। পাশাপাশি সরকারী রাজস্ব আদায়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছেন ভূমি প্রশাসনের দ এ কর্মকর্তা। একটু পিছনে ফিরে দেখা, সালটি ছিল ২০১৯ এর ২ অক্টোবর। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পাইকগাছা উপজেলায় যোগদান করেন তিনি। আর যোগদান পরবর্তী এক বছরেই উপজেলা ভূমি অফিসের বিগত দিনের প্রোপট পরিবর্তন করে জনবান্ধব পরিবেশ সৃষ্টি করে তুলেছেন। জনগণের দোর গোড়ায় ভূমি সেবা পৌছে দিতে গ্রহণ করেছেন কার্যকরী নানামুখী পদপে। সাধারণ মানুষ যাহাতে কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পেতে পারে সেজন্য জনসচেতনতা বৃদ্ধির ল্েয উপজেলা জুড়ে যান্ত্রিক প্রচার-প্রচারণার পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ভূমি অফিসে মাসিক বিশেষ ভূমি সেবা ক্যাম্প, ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ সেমিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলে বিশেষ ভূমি সেবা ক্যাম্পর মাধ্যমে শতভাগ ই-নামজারি কার্যক্রমের আয়োজন করেছেন। এছাড়া ভূমি সংক্রান্ত গণ-শুনানী েেত্র ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের মাঝে দুরত্ব এখন শূন্যের কোটায়। এদিকে তিনি শুধু নিজেকে ভূমি সেবায় নিয়োজিত রেখেছেন তা নই। করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে তৎপর ছিলেন এসিল্যান্ড আরাফাতুল আলম। স্বাস্থ্যবিধি নিশ্চিত কল্পে একদিকে যেমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, অপরদিকে দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যদিকে ২০১৯-২০২০ অর্থ বছরে ১ কোটি ৭৭ ল ৬৪ হাজার টাকার সর্বোচ্চ সরকারি ভূমি রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছেন তিনি। এক কথায় সবকিছুই যেন সম্ভব হয়েছে একজন এসিল্যান্ড আরাফাতুল আলমের ন্যায়, নিষ্ঠ, সৎ ও দ অফিসার গুণে। তাকে নিয়ে এ আয়োজনে মতামত ব্যাক্ত করেছেন, উপজেলার ষাটোর্ধ শাহাজান করিম। তিনি বলেন, বারটি ছিল বুধবার। সকলের ন্যায় আমার ও ঐদিনটিতে একটি নামপত্তন কেচের দিন ধার্য ছিল পাইকগাছা উপজেলা ভূমি অফিসে। ঠিক টাইমের মধ্যে সেখানে পৌঁছে অফিসের ভিতরে যাওয়া মাত্রই ভূমি সংশ্লিষ্ট একজন সহকারী কর্মকর্তা আমাকে বসতে বললেন। এরপর কিছুণ যেতে না যেতেই অফিসে আগমন করলেন স্যার আরাফাতুল আলম। প্রথমতঃ সকলের উদ্যশ্যে সালাম জানালেন তিনি। আমিও যথারীতি সালামের সম্মোধন জানালাম। এর কয়েক মিনিট পর ডাক হলো স্যারের রুমে। সেখানে উক্ত অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দাঁড়িয়ে থাকলেও আমাকে স্যার বললেন, বাবা আপনি বসেন। কি কাজ নিয়ে এসেছেন বাবা। তখন আমি কিছুণের জন্য নিজের ভাষা যেন হারিয়ে ফেলেছিলাম। বললাম স্যার আমি একটি নামপত্তন কেচ নিয়ে এসেছি। এরপর আমার ফাইটি আদ্যপান্ত যাচাই বাছাই করে আমাকে বললেন বাবা আপনি বাসায় চলেযান। আপনার কেচটি সঠিক নিয়মে সঠিক সময়ে আপনার মুঠো ফোন নাম্বরে ম্যাসেজ বা ইমেইল আকারে জানানো হবে। আপনি এ সংক্রান্ত বিষয়ে কোন প্রকার কাউকে টাকা পয়সা দিবেননা। আমার জীবনে এমন একজন সরকারী কর্মকর্তার ভাষ্য আমাকে আবিরভূত করেছে। সর্বপরী আমি শুধু একজন এসিল্যান্ড হিসেবে নই, সাধারণ মানুষের প্রতি তার মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন দেখে মুগ্ধ হয়েছি। সরকারী প্রতিটি সেক্টরে যদি এসিল্যান্ড আরাফাতুল আলমের মতো একজন সৎ ও দ অফিসার থাকতো তাহলে অচিরেই বাস্তবায়িত হতো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে শিক্ষকদের সাথে সেমিনারে নার্গিস বেগম/ সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। বিগত ১৬ বছর বিএনপি এ...
কিশোর গ্যাং ও চোরাচালান প্রতিরোধে এবং যানজট মুক্ত যশোর উপহার দিতে আইন শৃঙ্খলা...
বিশেষ প্রতিনিধি : জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। একই সাথে সকলের সহযোগিতায় এই অবস্থার উন্নয়ন...
করোনা ভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি: ভিসি ডঃ মজিদ
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেছেন, করোনা ভাইরাস পরীক্ষা
করতে প্রস্তুত রয়েছে যবিপ্রবি। পূর্বের ন্যায়...
নগদের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রাইভেটকারের চালকসহ ৭ জন গ্রেফতার ॥ ৩২ লাখ টাকা...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : প্রাইভেটকার থামিয়ে নগদের বিপুল পরিমান
টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৭ জনকে আটক কেেরছ যশোর পুলিশ। উদ্ধার
হয়েছে ৩৩ লাখ ৫ হাজার...
খানা-খন্দে ভরা নাভারন-সাতক্ষীরা মহাসড়ক, জলাবদ্ধতায় নরক যন্ত্রণা
শহিদুল ইসলাম : সড়কটি যেন আর সড়ক নয়, এক ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া সাতমাইল বাজার থেকে বেলতলা আমবাজার পর্যন্ত অংশজুড়ে যেন ভয়াল...