নিজস্ব প্রতিবেদক : পরিবেশ বান্ধব, জীববৈচিত্র রা ও মাটি ধরে রাখার সহায়ক হিসেবে যশোরের তরফ নোয়াপাড়ায় গ্রামীণ রাস্তার দুইধারে ফলদ বৃক্ষসহ তালবীজ রোপন করা হয়েছে। ইনসটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) যশোর শাখার উদ্যোগে ২২ অক্টোবর সকালে মুজিববর্ষ উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। এসময় তিনি বলেন, বৃরোপন কেবল পরিবেশগত ভারসাম্য রার্থে এবং ফলমূল ও বনজ দ্রব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করে না; বরং ব্যক্তি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ আনয়ণে অনুকূল ভুমিকা পালন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখে। তিনি এ কর্মসূচির সফলতা কামনা করে রোপনকৃত গাছের পর্যাপ্ত পরিচর্যা করার আহ্বান জানান।
নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহমেদ।
স্বাগত বক্তব্যে বৃক্ষরোপন কর্মসূচির সমন্বয়ক আইডিইবি যশোর শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া প্রতিশ্রুতি মোতাবেক আইডিইবি কেন্দ্রীয় কর্তৃক ঘোষিত সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপনের সহযোগী হিসেবে যশোরে ছয় শতাধিক ফলদবৃক্ষ ও তালবীজ রোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভাপতিত্ব করেন আইডিইবি যশোর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এসএম আনোয়ারুল ইসলাম। সঞ্চালনা করেন নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচআর তুহিন। উপস্থিত ছিলেন আইডিইবি যশোর শাখার সহসভাপতি শহিদুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান শান্ত, সদস্য কামরুজ্জামান, আইডিইবি যশোর সদর শাখার সভাপতি সৈয়দ আব্দুল মতিন, নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান কবির, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রণব দাস প্রমুখ।