নড়াইলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ডিসি-এসপি

0
238

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ নড়াইল জেলায় উদযাপিত শারদীয় দূর্গাপুজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সকলকে শারদীয় শুভেচ্ছা জানালেন নড়াইলের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার । শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নড়াইল পৌরসভা সহ জেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস ও নড়াইল পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু। এবছর করোনার কারনে সীমিত পরিসরে নড়াইলের ৫৪৪ টি পূজা মণ্ডপে শারদীয় দূর্গাপুজা উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানকে নির্বিঘ্ন ও আনন্দপূর্ণ করতে নড়াইল জেলার প্রধান প্রধান পূজা মণ্ডপ পরিদর্শন করছেন প্রশাসন। পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন (পিপিএম)বার। নড়াইল পৌরসভা সহ জেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করে সকলকে শারদীয় দূর্গাপুজার শুভেচ্ছা জানালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here