সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে যশোরে সমাবেশ

0
246

স্টাফ রিপোর্টার : ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিােভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। আজ দুপুরে প্রেসকাব যশোরের সামনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন। ঘন্টাব্যাপী এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এম আইউব, সাইফুর রহমান সাইফ, সদস্য এসএম সোহেল প্রমুখ। বিােভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, রুহুল আমীন গাজী শুধু বিএফইউজের সভপতি নন, তিনি এদেশের পেশাজীবীদের নেতা। তার মতো একজন লোককে এভাবে গ্রেফতার করার ঘটনা মেনে নেয়া যায়না। এর মাধ্যমে প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রন করতে চায়। এজন্য ভিন্নমতের পেশাজীবিদের দমন নিপীড়ন করে তাদের কন্ঠ স্তব্দ করতে চায়। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর মুক্তি দাবি করেন। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here