সাতক্ষীরায় প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0
322

সাতক্ষীরা প্রতিনিধি ঃ ‘প্রকৃত মানুষ হতে অর্থ নয়, মনুষ্যত্বের দরকার হয়, সামর্থ থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের আয়োজনে শনিবার দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি আতিকুজ্জামান শাহেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক রোকনুজ্জামান, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। বক্তারা এ সময় প্রতিবন্ধী মানুষিকতা মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here