৪ দফা দাবি আদায়ের লে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের বিােভ সমাবেশ-সড়ক অবরোধ

0
281

জসিম উদ্দিন, শার্শা : আভ্যন্তরিণ কোন্দলের জের ধরে যশোরের নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা ৪ দফা দাবি আদায়ের ল্েয বিােভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে। শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তারা ফ্যাক্টরির সামনে অবস্থান করে এবং যশোর-বেনাপোল হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে। এঘটনায় মুহূর্তের মধ্যে যশোর বেনাপোল হাইওয়ে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সড়কে চলাচলকারী শত শত যানবাহন এবং যাত্রী সাধারণ। বিড়ি শ্রমিকদের বিােভ সমাবেশ ও সড়ক অবরোধে দাবী আদায়ের বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে পড়ে ফ্যাক্টরি এলাকা। ব্যস্ততম সড়কে তীব্র যানজট ও প্রতিবাদী আন্দোলনরত শ্রমিকদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় হাইওয়ে পুলিশ, ঝিকরগাছা থানা পুলিশ, নাভারণ সার্কেল এএসপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসে তাদের দাবি পুরণের জন্য আস্বস্ত করলে শ্রমিকরা ৪ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন। পরে শ্রমিক নেতা, প্রশাসন এবং ফ্যাক্টরি কতৃপগণ মিলে এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সব দাবি মেনে নেবেন বলে আশ্বস্ত করলেও সোমবার আবারো বৈঠক শেষে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে জানান ফ্যাক্টরি কতৃপ এবং আগামী মঙ্গলবার যথা নিয়মে ফ্যাক্টরি চালু হবে বলে জানান। এদিকে বিড়ি শ্রমিকরা তাদের ৪ দফা দাবি তুলে ধরে বলেন, ১। বন্ধ ফ্যাক্টরি দ্রুত খুলে দিতে হবে ২। বকেয়া বেতন পরিশোধ করতে হবে ৩। কোন ঝামেলা হলে ফ্যাক্টরিতেই বসে মিটাতে হবে এবং কোন প্রকার হামলা মামলা বা হয়রানি করা যাবেনা এবং ৪। ফ্যাক্টরিতে কর্মরত হেড চেকার ফজলুর রহমানকে এখান থেকে প্রত্যাহার করতে হবে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বিড়ি শ্রমিকদের সাথে প্রাশই ফ্যাক্টরির হেড চেকার ফজলুর রহমানের সাথে বাকবিতন্ডা লেগেই থাকে। শ্রমিদের ছোট বড় ভূলত্রুটির জন্য কতৃপরে সাথে মারামারি ও হাতাহাতি হয় কিছুদিন পরপর। পায়ে পা বাঁধিয়ে হেড চেকার ফজলুর রহমান শ্রমিকদের সাথে নানান অসৌজন্যমূলক আচরণ করে শ্রমিকদের শারীরিক ও মানষিক ভাবে হয়রানি করে থাকে। গত সোমবার ফ্যাক্টরি চলাকালীন সময়ে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিমীত মারামারি হলে কতৃপ কোন সোরাহ না করে ওই দিন রাত ১০টার সময় ফ্যাক্টরি অনিদৃষ্টকাল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেন। ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করে দেওয়া ও শ্রমিকদের বকেয়া বেতন না পরিশোধ করায় অর্থাভাবে অনাহারে কাটতে থাকে তাদের জীবন মান। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে অভূক্ত শ্রমিকরা তাদের ৪ দফা দাবি নিয়ে পথে নামেন এবং একটি সঠিক সুরাহার আশা নিয়ে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি সড়ক অবরোধ করেন। আগামী সোমবার বৈঠক শেষে মঙ্গলবার ফ্যাক্টরি খুলে দেওয়া সহ তাদের সব দাবি যথাযথ পূরণ না হলে পূণরায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here