নড়াইলে দরজা ভাঙ্গতেই উদ্ধার হলো শিকের গলা কাটা লাশ

0
380

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিা অধিদপ্তর উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বা’মী বেসরকারী কলেজের শিক (অবঃ) অরুণ রায় (৭২)কে নড়াইল সদরের ব্যানাহাটি গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। শুক্রবার রাত ৮টার দিকে হত্যার বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থ’ল পরিদর্শন করেছে। গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত কলেজ শিক অরুণ রায় সদরের তুলারামপুর ইউনিয়নের ব্যানাহাটি গ্রামে একা বসবা’স করতেন। তার স্ত্রী, এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকৎসক চাকরির সু’বাদে জেলার বাইরে অ’ব’স্থা’ন করতেন । তারা মাঝে মধ্যে ছু’টিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন থেকে অরুণ রায়ের কোন সা’ড়া শ’ব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রোজিৎ রায় বাড়িতে এসে ম’ই বে’য়ে দ্বিতল ভবনের দরজা ভেঙ্গে ঘরে প্রবে’শ করে চেয়ারের ওপর গলা কা’টা অবস্থায় অরুন রায়ের লা’শ উ’দ্ধা’র করেন।
তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় এ’কাই থাকতেন। আর কেউ থাক’তো না। এ ঘ’ট’না গত রাতে ঘ’টতে পারে বলে ম’নে করা হচ্ছে। এ ব্যাপারে সদর থানার ওসি ইলিয়াছ হোসেন (পিপিএম) নিহতের ঘটনা স্বীকার করে বলেন, তাকে হ’ত্যার বিষয়টি পুলিশ বিভাগ শুক্রবার সন্ধ্যার পর জানতে পেরেছে। পুলিশ ঘ’টনাস্থ’ল পরিদর্শন করেছে। হত্যার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here