করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩০৮

0
346

যশোর ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮০৩ জন। রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৭৫৭টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১০৩টি নমুনা পরীা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৫৮৯টি।
নমুনা পরীায় নতুন এক হাজার ৩০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৮ হাজার ৮১৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৫৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৫ হাজার ১০৭ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক শূন্য ১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪৭১ জন (৭৭ দশমিক শূন্য ৫ শতাংশ) ও নারী এক হাজার ৩৩২ জন (২২ দশমিক শূন্য ৯৫ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন। বিভাগ অনুযায়ী, ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে একজন, খুলনা একজন, রাজশাহী একজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here