চৌগাছায় নতুন জাত বিনাধান ৭ আগাম চাষে বাম্পার ফলন

0
240

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় উচ্চ ফলনশীল রোপা আপন বিনাধান-৭ কাটা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌগাছা অফিসের সার্বিক সহযোগীতায় উপজেলার বেশ কিছু এলাকার কৃষক নুতন নতুন জাতের ধান চাষ করেছেন। গতকাল রবিবার সকালে নারায়নপুর ইউনিয়নের হাজারাখানা মাঠে এক কৃষকের ৩৩ শতাংশ জমির ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন। এ সময় উপ-সহকারী কৃষি অফিসার রাশিদুল ইসলাম ও মুসলিমা খাতুন, কৃষক সাবদার হোসেন, সামাউল ইসলাম, আব্দুর রাজ্জাক, মহিদুল ইসলাম, আবুল হোসেন মল্লিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কৃষকরা জানান, নতুন জাত বিনাধান-৭ আগাম চাষ করে বেশ সাফল্য পেয়েছি। বিনা ধানের সাথে অন্য ধান রোপন করা হয়, কিন্তু অন্যধান এখনও ২০/২৫ পর কাটা শুরু হবে অথচ নতুন জাতের এই ধান আগে পাক ধরেছে, ফলনও বেশ ভাল। উপজেলা কৃষি অফিসার রইচউদ্দিন বলেন, বিনাধান-৭ সম্পূর্ণ নতুন একটি জাত। মাত্র ১২০ দিনে কৃষক ধান কাটতে পারবে। গত জুন মাসের ২৫ তারিখে ধান বপন করা হয় আর ১২০ দিনের মাথায় অর্থাৎ ২৫ অক্টোবর তা কাটার উপযোগী হয়ে উঠে। ধান কাটার পর ওজন করে দেখা গেছে ১ বিঘা জমিতে ১৮ মন ১০ কেজি ধান হয়েছে। ফলন ভাল এবং উৎপাদন খরচও অনেক কম। নতুন জাতের এই ধান চাষে কৃষককে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here