দেবহাটার কুলিয়ায় দুই গ্রপের মধ্যে সহ- যে কোন সময় রক্তাক্ত জখম হওয়ার সম্ভব না

0
283

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ পুর্ব শক্রতার জের ধরে যে কোন সময় রক্তাক্ত জখম হওয়ার সম্ভব না রয়েছে।সাতীরার দেবহাটা উপজেলার ঐতিহাসিক ১ নং কুলিয়া ইউনিয়ানের বারবার নির্বাচীত সাবেক চেয়ারম্যান আসাদুল হক।কুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমাদুল ইসলাম।তার ভাই আসাদুল ইসলাম। তিনি কুলিয়ার (০৫) নং ওয়াডের মেম্বর। সে বর্তমানে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হয়ে দায়ীত্ব পালন করছে। একটি বিশ্বাস্থ্য সুত্রে জানা যায়,সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের মধ্যে নির্বাচনীয় বিষয় নিয়ে প্রায় সময় পাল্টা পাল্টী সমাবেশ ও উভয় পরে বিরুদ্েেধ মামলার অভিযোগ উঠেছে।আতম্কে রয়েছে কুলিয়া বাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here