নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে নড়াইলে আরআরএফ এর উদ্যোগে সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

0
253

স্টাফ রিপোর্টার ঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে গতকাল রোববার সকালে নড়াইলের মালিয়াট কিশোরী কাব ও গুয়াখোলা কিশোর কাবে এক প্রীতি সাইকেল ্র্যালীর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজনে ছিলেল আরআরএফ সংস্থার কৈশোর কর্মসূচির, নড়াইল জেলার, প্রোগ্রাম অফিসার-সাবিনা ইয়াসমিন বীনা ও প্রবীর দও। মালিয়াট গ্রামের কিশোর -কিশোরী সহ সাধারণ মানুষ এমন আয়োজনকে অভিনন্দন জানিয়েছেন ও আরআরএফ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা আরআরএফ ও পিকেএসএফ যৌথ ভাবে নড়াইলে কিশোর কিশোরীদের মানবিক মুল্যবোধ জাগ্রত করার ল্য নিয়ে এই কর্মসুচী বাস্তবায়ন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here