নুর হাসান লাল্টু বাঘারপাড়া : খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, এক শ্রেণির পিতা মাতা মেয়েকে বোঝা মনে করে অল্প বয়সে বিয়ে দেন। এতে করে বোঝা কমানোর চেয়ে বরং বোঝা বাড়িয়ে ফেলেন। সৃষ্টির শুরু থেকে পুরুষের তুলনায় মেয়েরাই বেশি কাজ করে থাকে। একজন কর্মজীবি নারি তার কর্মস্থল থেকে ফিরেই তিনি ব্যস্ত হয়ে ওঠেন সংসারের কাজ নিয়ে। এ সব কিছুর পাশাপাশি সে তার সন্তানের খোঁজ খবরও পিতার তুলনাই বেশি রাখেন।
গতকাল সন্ধ্যায় বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয় পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বাল্য বিবাহ রোধ ও কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার বাল্য বিয়ের কুফল বর্ণনা করে আরো বলেন, বাল্য বিয়ের ফলে সমাজে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। একারণে বাল্য বিয়ে রোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মেয়েরা দেশের সম্পদ। তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। মায়েরাই পৃথিবীর সভ্যতা ধরে রেখেছে। বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও দোহাকুলা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শওকত হুসাইন, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, আমার বাড়ি আমার খামার প্রকল্পের বাঘারপাড়া উপজেলা কর্মকর্তা উৎপল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয়সুধি। আলোচনা সভা শেষে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার রাতে বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।